ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
দৌলতদিয়ায় পদ্মা নদীতে এবার ধরা পড়লো ২৭ কেজির কাতল
  • মইনুল হক মৃধা
  • ২০২০-১২-২৯ ১৩:৪৪:৪৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে বোয়াল, রুই, পাঙ্গাস, বাগাইড়সহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়া অব্যাহত রয়েছে। 

  এরই ধারাবাহিকতায় গতকাল ২৯শে ডিসেম্বর ভোর রাতে দৌলতদিয়ার ৫নং ফেরী ঘাটের কাছাকাছি এলাকায় গুরুপদ হলদার নামে এক জেলের জালে ২৭ কেজি ওজনের ১টি কাতল মাছ ধরা পড়ে। সকালে মাছটি দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসার পর নিলামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৪৪ হাজার ৫৫০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। পরে তিনি মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে আরো কিছুটা বেশী দামে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করে দেন। 

  এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা (চঃ দাঃ) রেজাউল শরীফ বলেন, বর্তমানে পদ্মা নদীর পানি কমতে থাকার কারণে প্রায়ই এ ধরনের বড় বড় মাছ ধরা পড়ছে। 

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ