ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
রাজবাড়ীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২১-০১-০৪ ১৩:১৯:৫৫
ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ৪ঠা জানুয়ারী দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে ছাত্রলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কাটেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ -মাতৃকণ্ঠ।

বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল ৪ঠা জানুয়ারী উদযাপিত হয়েছে।  

  বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। 

রাজবাড়ীতে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল ৪ঠা জানুয়ারী দুপুরে রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক দিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

  এরপর সেখানে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। 

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ মোঃ সফিকুল হোসেন সফিক, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু, সাধারণ সম্পাদক শেখ মোঃ রুহুল আমিন, রাজবাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তর ও সাধারণ সম্পাদক রিয়াদ রায়হান ইফতিসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী-১ আসনে নৌকা প্রত্যাশী ফ্রান্স প্রবাসী আশরাফুলের পক্ষে দলীয় মনোনয়ন ফরম দাখিল
চন্দনীতে ঘোষণা : রাজবাড়ী-১ আসনে মনোনয়ন চাইবেন আকবর আলী মর্জি
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব-সেক্রেটারী আসাদ