ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
করোনায় আক্রান্ত হয়ে প্রতি মিনিটে প্রাণ হারাচ্ছেন ৩জন আমেরিকান
  • যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু
  • ২০২১-০১-১৪ ১৩:৫৭:৫০
আমেরিকায় করোনার তান্ডব কমছে না। ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও করোনায় আক্রান্ত হয়ে এখনো প্রতি মিনিটে গড়ে ৩জন করে প্রাণ হারাচ্ছেন -মাতৃকণ্ঠ।

আমেরিকায় করোনার তান্ডব কমছে না। ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও মিলছে না সুখবর। করোনায় আক্রান্ত হয়ে এখনো প্রতি মিনিটে গড়ে ৩ জন করে আমেরিকান প্রাণ হারাচ্ছেন। 

  আমেরিকার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত এক দিনে দেশটির ৪ হাজার ৯৮ জন নাগরিক করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৩ হাজার ৯২৮ জনে। একই সময়ে (একদিনে) আরও ২ লাখ ৩৬ হাজার ৪৬২ জন মার্কিনীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর ফলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৩৪৫ জনে। তাদের মধ্যে গত এক দিনে ১ লক্ষ ৫৯ হাজারসহ ১ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ৩৬ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। 

  উল্লেখ্য, গত বছরের(২০২০) ২১শে জানুয়ারী আমেরিকার শিকাগো শহরের এক বাসিন্দার সর্বপ্রথম করোনা শনাক্ত হয়। এর পর তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এবং কিছু দিনের মধ্যেই দেশটি করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে উঠে আসে। 

ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার কথা বললেন ড. ইউনূস
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঢাকা-বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত
সর্বশেষ সংবাদ