রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর শহীদ স্মৃতি সার্বজনীন মহাশ্মশানে পাকা দাহস্থানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৮ই জানুয়ারী সকালে প্রধান অতিথি হিসেবে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা।
মহাশ্মশানের উপদেষ্টা অনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায়, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বশির আহম্মেদ মিনু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মন্ডল, ইসলামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহা, মহাশ্মশানের সভাপতি সঞ্জয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ ১৯৭১ সালে পাক বাহিনীর হাতে শহীদ হওয়া নেপাল বিশ্বাস, দেবেন্দ্রনাথ বিশ্বাস, নগেন্দ্রনাথ বিশ্বাস, শচীন্দ্রনাথ বিশ্বাস, কিশোরী লাল বিশ্বাস, রবীন্দ্রনাথ চক্রবর্তী, লালন চন্দ্র প্রামানিক, নগেন্দ্রনাথ বিশ্বাস, নন্দলাল রাহা ও ব্রজেন্দ্র নাথ সরকারের স্মৃতিচারণ করেন। এ সময় শহীদ পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, জেলা পরিষদ, বালিয়াকান্দি উপজেলা পরিষদ ও এলাকাবাসীর অর্থায়নে নারায়ণপুর শহীদ স্মৃতি সার্বজনীন মহাশ্মশানটিতে পাকা দাহস্থান নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ করা হবে।