ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
মানি লন্ডারিং মামলায় ফরিদপুরের ২জন ইউপি চেয়ারম্যান কারাগারে
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২১-০১-১৯ ১৩:১৯:৫৪
অর্থ পাচার(মানি লন্ডারিং) মামলায় ফরিদপুরের ২জন ইউপি চেয়ারম্যানকে গতকাল ১৯শে জানুয়ারী জেল হাজতে পাঠিয়েছে আদালত -মাতৃকণ্ঠ।

অর্থ পাচার (মানি লন্ডারিং) মামলায় ফরিদপুরের ২জন ইউপি চেয়ারম্যানকে জেল হাজতে (কারাগারে) পাঠিয়েছে আদালত। 

  গতকাল ১৯শে জানুয়ারী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমরুল কায়েস এ আদেশ দেন। 

  কারাগারে যাওয়া ইউপি চেয়ারম্যানরা হলেন-ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা শহীদুল ইসলাম মজনু এবং একই উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্রমিক লীগ নেতা ফকির বেলায়েত হোসেন। 

  আদালত সূত্রে জানা গেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্তৃক ঢাকার কাফরুল থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং মামলায় ওই ২জন ইউপি চেয়ারম্যান হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার পর হাইকোর্ট তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ