ঢাকা রবিবার, মে ১১, ২০২৫
নতুন ইহুদি বসতি নির্মাণ বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২১-০১-১৯ ১৩:২৪:৫৪

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস দখলকৃত পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি নির্মাণ বন্ধের জন্যে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন।

  ইসরাইল গত সপ্তাহে পশ্চিম তীরে আরো প্রায় ৮শত নতুন বসতি নির্মাণের ঘোষণা দিলে গুতেরেস গত সোমবার এ আহ্বান জানান।

  এক বিবৃতিতে গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং দুই রাষ্ট্র নীতি সমাধানে এ সিদ্ধান্ত বড় ধরণের বাঁধা।

  তিনি আরো বলেন, ১৯৬৭ সালে দখলকরা ফিলিস্তিনী অঞ্চলে ইসরাইলের বসতি নির্মাণের কোন বৈধতা নেই। এটি আন্তর্জাতিক আইনের লংঘন।

  ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত সোমবার বসিত নির্মাণের নির্দেশ দেন। সে আলোকে গত রবিবার ইসরাইল দখলকৃত পশ্চিমতীরে ৭৮০টি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দেয়।

  উল্লেখ্য, অধিকাংশ আন্তর্জাতিক সম্প্রদায় পশ্চিমতীরে ইহুদি বসতি নির্মাণকে অবৈধ বিবেচনা করে।

 
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
রাজবাড়ীর খানগঞ্জ ইউনিয়ন পরিষদে আগুন॥পুড়ে গেছে ডিজিটাল সেন্টার
আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন
সর্বশেষ সংবাদ