গাউসিয়া কমিটি দুবাই’র দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২২শে জানুয়ারী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হলরুমে আয়োজিত সম্মেলনে সংগঠনের সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজউদ্দৌলা চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গাউসিয়া কমিটি ইউএই’র সাধারণ সম্পাদক জানে আলম, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ইউএই কমিটির সহ-সভাপতি আজম খান, বিশেষ অতিথি হিসেবে ইউএই কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, অর্থ সম্পাদক তৌহিদুল আলম, হাত্তা কমিটির সভাপতি জালাল উদ্দিন খান, শারজা কমিটির সাধারণ সম্পাদক নুর নবী, মুসাফফা কমিটির সভাপতি মোঃ জামাল, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।