ঢাকা শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
টানা ৭ম দিনে ১২ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চালু
  • আবুল হোসেন
  • ২০২১-০১-২৪ ১৪:৪৮:০৯

ঘন কুয়াশার কারণে টানা ৭ম দিনের মতো আগের রাত ১০টা থেকে গতকাল ২৪শে জানুয়ারী সকাল ১০টা পর্যন্ত ১২ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। 

  এর আগের ৬দিনও ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় ধরে এ রুটের ফেরী চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সময় ফেরী চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় যানবাহনগুলোর যাত্রী ও চালক-শ্রমিকদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। ফেরী চালু হওয়ার পর সবার মধ্যে স্বস্তি ফিরে আসে।   

  বিআইডব্লিটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ রাখা হয়। চালু হওয়ার পর পারাপারের ক্ষেত্রে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দেয়া হয়।

পাংশা উপজেলা চেয়ারম্যান প্রার্থী খন্দকার সাইফুল বুড়োর বিশাল নির্বাচনী কর্মী সভা
কালুখালী উপজেলায় মৎস্য দপ্তরের সচেতনামূলক সভা
গোয়ালন্দে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ