ঢাকা শুক্রবার, মে ১৭, ২০২৪
করোনার অবরুদ্ধতা থেকে স্বাভাবিকের দিকে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত
  • আমিরাত থেকে ওবায়দুল হক মানিক
  • ২০২০-০৫-২৯ ১৭:১২:২৪

করোনা ভাইরাস সংক্রমণের হার না কমলেও অবরুদ্ধতা থেকে স্বাভাবিকের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত। 
  ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখার ঘোষণা দেয়া হয়েছে। দুবাই পৌরসভা কর্তৃপক্ষ বিভিন্ন সমুদ্র সৈকত (সী বীচ), বড় বড় উদ্যান (পার্ক) ও জাদুঘরগুলো ১লা জুন থেকে নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী জীবাণুনাশক স্প্রে করার কার্যক্রম অব্যাহত থাকবে এবং নাগরিকদের মাস্ক পরাসহ যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। 
  উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত মোট ৩২ হাজার ৫৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৬ হাজার ৬৮৫ জন সুস্থ হয়েছেন এবং ২৫৮ জন মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী রয়েছেন। 

সোলায়মান আলী যুক্তরাষ্ট্র আ’লীগের সহ-সভাপতি নির্বাচিত
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলেন প্রতিনিধি দল
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
সর্বশেষ সংবাদ