ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
বালিয়াকান্দিতে রকেট জাতের সরিষা চাষে বাম্পার ফলন
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২১-০২-০৮ ১৫:১৬:৫৮
বালিয়াকান্দি উপজেলার গোসাই গোবিন্দপুর গ্রামের কৃষকরা চলতি মৌসুমে ৯-১০ ফুট লম্বা রকেট জাতের সরিষার চাষ করে বাম্পার ফলনের আশা করছেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের কৃষকরা চলতি মৌসুমে ৯-১০ ফুট লম্বা রকেট জাতের সরিষার চাষ করে বাম্পার ফলনের আশা করছেন। 

  গোসাই গোবিন্দপুর গ্রামের কৃষক আবু তালেব জানান, তিনি স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেনের মাধ্যমে বগুড়া জেলা থেকে নতুন নামের রকেট জাতের সরিষার বীজ সংগ্রহ করে তার জমিতে বপন করেছেন। সরিষার গাছগুলো বড় হয়ে বর্তমানে ৯-১০ ফুট লম্বা হয়ে উঠেছে। তিনি আশা করছেন, তার ৪৪ শতাংশ জমি থেকে প্রায় ২০ মণ সরিষা ঘরে তুলতে পারবেন।

  একই গ্রামের কৃষক দেলোয়ার হোসেন বলেন, আমিও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেনের মাধ্যমে বগুড়া জেলা থেকে নতুন রকেট জাতের সরিষার বীজ সংগ্রহ করে আমার ৬৮ শতাংশ জমিতে বুনেছি। আশা করছি, ৩০ মণের মতো সরিষা পাবো। 

  উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেন জানান, উপজেলা কৃষি কর্মকর্তা সাখায়াত হোসেনের পরামর্শক্রমে তিনি বগুড়া জেলা হতে রকেট জাতের নতুন সরিষার বীজ সংগ্রহ করে কৃষকদের দেন। সরিষার গাছগুলো ৯-১০ ফুট লম্বা হয়ে ব্যাপক ফলন দেখা যাচ্ছে। এই সরিষা যারা চাষ করেছেন, তারা লাভবান হবেন। 

  বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা সাখায়াত হোসেন জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেনের মাধ্যেমে তিনি বগুড়া জেলা থেকে নতুন রকেট জাতের সরিষার বীজ সংগ্রহ করেন। সেই বীজ কৃষকরা তাদের জমিতে বপন করেন। কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরিদর্শনসহ চাষীদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়। নতুন এই জাতের সরিষা চাষীরা ভালো ফলন পেয়ে লাভবান হবেন বলে আশা করছেন। আগামী বছরে উপজেলাতে রকেট জাতের সরিষার চাষ বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। 

বানীবহ ইউপি চেয়ারম্যান শেফালী আক্তারকে অপসারণ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন
পাংশায় ৩দিনব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা উদ্বোধন
মাদারীপুর থেকে বালিয়াকান্দির মোটর সাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার
সর্বশেষ সংবাদ