ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
গোয়ালন্দে আরো ১০০ জন করোনার টিকা নিয়েছেন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০২-০৯ ১৩:৩৮:১৮

রাজবাড়ী জেলায় করোনার টিকাদান কার্যক্রম শুরু হওয়ার ৩য় দিনে গতকাল ৯ই ফেব্রুয়ারী গোয়ালন্দ উপজেলার আরো ১০০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে ৭৮ জন পুরুষ এবং ২২ জন মহিলা।  

  এর আগে টিকাদান কার্যক্রম শুরুর দিনে গত ৭ই ফেব্রুয়ারী ২০ জন এবং ২য় দিনে ৮ই ফেব্রুয়ারী ৪০ জন করোনার টিকা নেন। এ নিয়ে গোয়ালন্দ উপজেলার মোট ১৬০ জন করোনার টিকা নিলেন। 

  এছাড়া যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ প্রমুখ উল্লেখযোগ্য। 

  উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলাতে ৩ হাজার ৮৬০ ডোজ করোনার টিকা এসে পৌঁছেছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৩২৯ জন এই টিকা নেয়ার জন্য আবেদন(রেজিস্ট্রেশন) করেছেন। পর্যায়ক্রমে টিকাদানের পরিমাণ বাড়ানো হবে। 

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ
 গোয়ালন্দের দুর্গম কুশাহাটার চরে কম্বল নিয়ে অসহায় দরিদ্রদের পাশে ইউএনও
বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ