ঢাকা রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মসূচী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০২-১৮ ১৪:৪৭:২৩

যথাযোগ্য মর্যাদায় আগামী ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। 

  কর্মসূচীসমূহের মধ্যে রয়েছে, অমর একুশের শুরুতে রাত ১২টা ১মিনিটে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দান সংলগ্ন শহীদ মিনারে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য বিধি মেনে সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত সংস্থা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিটি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ ৫জন প্রতিনিধি ও ব্যক্তি পর্যায়ে একসাথে সর্বোচ্চ ২জন কর্তৃক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সুবিধামতো সময়ে ভাষা শহীদদের রূহের মাগফেরাত কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সকাল ১০টায় রাজবাড়ী অফিসার্স ক্লাবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও ক্লাব প্রাঙ্গণের মুক্তমঞ্চে ডাঃ আবুল হোসেন কুইজ প্রতিযোগিতা, বিকাল ৩টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণের মুক্তমঞ্চে একুশের প্রেক্ষিত শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকাল ৫টায় একই স্থানে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

রাজবাড়ীতে কোন চাঁদাবাজি হবে না॥কাউকেই করতেও দিবো না------জেলা প্রশাসক
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫তম জন্মবার্ষিকীতে জেলা প্রশাসকের বাণী
ঢাকা বিভাগীয় কমিশনার ও রাজবাড়ী জেলা প্রশাসকের মধ্যে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
সর্বশেষ সংবাদ