ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
ইতিহাসবিদ রাজবাড়ীর কৃতি সন্তান ড. কে এম মোহসীনের ইন্তেকাল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০২-২২ ১৪:০৬:৩৪

ইতিহাসবিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের(ইউজিসির) সাবেক সদস্য অধ্যাপক ড. কে এম মোহসীন আর নেই।

  গতকাল ২২শে ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টায় তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন। 

  অধ্যাপক মোহসীন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন। তিনি ১৯৩৮ সালের ২৭শে মে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুরে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৬৬ সালে তিনি লন্ডন থেকে পিএইচডি করেন।

  ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক এই সভাপতি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক সভাপতি, সলিমুল্লাহ হলের প্রাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর সাতটি গ্রন্থ ও ৩৫টি গবেষণা প্রবন্ধ রয়েছে।

রাজবাড়ী সদর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক  পরিদর্শন করলেন জেলা সিভিল সার্জন
রাজবাড়ীতে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে পানি ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ