ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
ফরিদপুরে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হোটেল-রেঁস্তোরা মালিকদের সাথে সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০২-২৪ ১৪:৩৭:১২
হাইকোর্টের আদেশ অনুযায়ী একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করতে পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের আয়োজনে গতকাল ২৪শে ফেব্রুয়ারী অধিদপ্তরের কার্যালয়ে হেটোল-রেঁস্তোরা মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

হাইকোর্টের আদেশ অনুযায়ী একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করতে পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের আয়োজনে গতকাল ২৪শে ফেব্রুয়ারী অধিদপ্তরের কার্যালয়ে হেটোল-রেঁস্তোরা মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
  পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদের সভাপতিত্বে সভায় অধিদপ্তরের দুই সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন ও মিতা রাণী দাস, হোটেল-রেঁস্তোরা মালিকদের মধ্যে সভাপতি খন্দকার শামসুল আলম মঞ্জু, গৌতম কুমার ঘোষ, জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 
  সভায় হাইকোর্টের রীট পিটিশন নং-১৪৯৪১/২০১৯ এর আদেশের নির্দেশনা অনুযায়ী হোটেল, মোটেল, রিসোর্ট ও রেঁস্তোরাসমূহে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
সর্বশেষ সংবাদ