রাজবাড়ী ডিবি’র অভিযানে সদর উপজেলার খানখানাপুর বাজার থেকে ৫০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আল নোমান সেতু(৩০) নামে এক কম্পিউটারের দোকানী গ্রেফতার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ই মার্চ রাত পৌনে ৯টার দিকে এসআই আতাউর রহমানের নেতৃত্বে রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজের কম্পিউটারের দোকানের ভিতর থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল নোমান সেতু খানখানাপুর মল্লিকপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে।
এ ঘটনায় ডিবির পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৬ই মার্চ তাকে আদালতে সোপর্দ করা হয়।