ঢাকা রবিবার, মে ১১, ২০২৫
ডিবির অভিযানে ইয়াবাসহ রাজবাড়ী সদরের খানখানাপুর বাজারের কম্পিউটার দোকানী গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-০৬ ১৫:১৪:২৫
রাজবাড়ী ডিবি’র একটি দল গত ৫ই মার্চ রাতে খানখানাপুর বাজার থেকে ৫০ পিস ইয়াবাসহ কম্পিউটারের দোকানী আব্দুল্লাহ আল নোমান সেতুকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী ডিবি’র অভিযানে সদর উপজেলার খানখানাপুর বাজার থেকে ৫০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আল নোমান সেতু(৩০) নামে এক কম্পিউটারের দোকানী গ্রেফতার হয়েছে।  

  গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ই মার্চ রাত পৌনে ৯টার দিকে এসআই আতাউর রহমানের নেতৃত্বে রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজের কম্পিউটারের দোকানের ভিতর থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল নোমান সেতু খানখানাপুর মল্লিকপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। 

  এ ঘটনায় ডিবির পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৬ই মার্চ তাকে আদালতে সোপর্দ করা হয়। 

রাজবাড়ীতে পুলিশের টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
গোয়ালন্দে পুলিশের অভিযানে তিনটি গুরুত্বপূর্ণ হত্যা মামলার ৪জন গ্রেপ্তার
 মহান মে দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ