ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
ফরিদপুরে ড.কে এম মোহসীনের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২১-০৩-১৩ ১৪:৫৯:৩৮

ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের প্রাক্তন ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. কে এম মোহসীনের মৃত্যুতে ফরিদপুরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ১৩ই মার্চ বেলা ১১টায় সরকারী রাজেন্দ্র কলেজের শিক্ষক মিলনায়তনে ড. কে এম মোহসীন স্মৃতি সংসদ ফরিদপুরের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোশার্রফ আলী।

  স্মৃতি সংসদ ফরিদপুরের সভাপতি প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদের সভাপতিত্বে স্মরণ সভায় আলোচনায় অংশ নেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান পওফেসর এবিএম সাত্তার, সরকারী রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ অসীম কুমার সাহা,  রাজেন্দ্র কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, প্রফেসর ড. মোঃ আবু বকর সিদ্দিকী, অধ্যাপক সাইদুর রহমান, অধ্যাপক সৈয়দ আশরাফ আলী, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক অঞ্জনা শীল, অধ্যাপক মিনু সাহা, মফিজ ইমাম মিলন, মোহাম্মদ আলী সিদ্দিকী ও মোঃ আজিজুর রহমান প্রমুখ। 

  প্রয়াতের পরিবারের পক্ষে তার একমাত্র ছেলে শামীম মোহসীন অমি, পুত্রবধু আনমুনা ইসলাম তন্বী, নাতনী  আর্দি মোহসীন ও ছোট ভাই কে এম হাবিব বক্তব্য দেন। 

  স্মরণ সভা পরিচালনা কেরন সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের ইতিহাস বিভাগের সহকারী আধ্যাপক মুহম্মিদ কামাল হোসেন।

  বক্তারা বলেন মরহুম কে এম মোহসীন ছিলেন একজন আদর্শ শিক্ষক এবং উন্নত মন ও মানসিকতার মানুষ। 

  তিনি শিক্ষক সমাজের আদর্শ। তিনি বেঁচে থাকবেন তার জীবন দর্শন ও কর্মে। তার পথ লক্ষ্য করে দেশের শিক্ষক সমাজ যদি নিজেদের গড়ে তুলতে পারে তাহলে সুশিক্ষিত জাতি গঠনের পথ সহজতর হবে। এ বিষয়টি প্রত্যেক শিক্ষকেকে মাথায় ধারন ও লালন করে এগিয়ে যাওয়াটাই হবে প্রয়াত কে এম মোহসীনের প্রতি সঠিক শ্রদ্ধা জানানো। তবেই আজকের এ স্মরণ সভা সার্থক হবে। 

  স্মরণ সভা শেষে মরহুম ড. কে এম মোহসীনের অত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক এম এ সামাদ।

  উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে গত ২২শে ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. কে এম মোহসীন। তিনি ঢাকার উত্তরায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ