ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে স্বাস্থ্য বিধি না মানার দায়ে মোবাইল কোর্টে ১৩ জনের জরিমানা
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২০-০৬-০১ ১৪:৪৯:৩১
গোয়ালন্দে স্বাস্থ্যবিধি না মানার দায়ে গতকাল ১লা জুন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩জনকে জরিমানা করেন -মাতৃকণ্ঠ।

গোয়ালন্দে স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১৩জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১লা জুন বিকালে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 
  ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেতন করতে গোয়ালন্দ বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাস্ক না পরাসহ অন্যান্যভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে ১৩ জনকে মোট ১৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। সেনা ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ