ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীর বাংলাদেশ হাট মোড়ে লিচু বোঝাই পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
  • সোহেল মিয়া
  • ২০২০-০৬-০১ ১৪:৫০:৩৮
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট বাসস্ট্যান্ড মোড়ে গতকাল ১লা জুন রাত পৌনে ৮টায় পিকআপ ভ্যান চাপায় ১জন নিহত স্থানীয়রা পিকআপ ভ্যানসহ চালক ও লিচুর বেপারীকে আটক করে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট বাসস্ট্যান্ড মোড়ে গতকাল ১লা জুন রাত পৌনে ৮টায় লিচু বোঝাই একটি পিকআপ ভ্যান চাপায় ঘটনাস্থলেই শাজাহান খন্দকার(৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 
  এ ঘটনায় স্থানীয়রা পিকআপ ভ্যানসহ চালক ও লিচুর বেপারীকে আটক করেছে। নিহত শাজাহান কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত ইদ্রিস খন্দকারের ছেলে।
  স্থানীয়রা জানান, নিহত শাজাহান খন্দকার তার ছেলের দোকানে যাওয়ার জন্য সড়ক পার হওয়ার সময় পাংশা থেকে আসা একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। মোটর সাইকেলটির পিছন থেকে আসা ঢাকাগামী একটি লিচু বোঝাই পিকআপ তখন শাজাহান খন্দকারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
  সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ বলেন, এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ