ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলার চন্দনীর ঘোরপালান এবতেদায়ী মাদ্রাসার পুকুর পুনঃ খনন শুরু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-১৫ ১৭:০৬:৩৬
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী গতকাল ১৫ই মার্চ দুপুরে চন্দনী ইউনিয়নের ঘোরপালান এবতেদায়ী মাদ্রাসার পুকুর পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের ফলক উন্মোচনের পর মোনাজাত করেন -মাতৃকণ্ঠ।

মৎস্য অধিদপ্তরের জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান এবতেদায়ী মাদ্রাসার পুকুর পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
  মৎস্য অধিদপ্তর রাজবাড়ীর আয়োজনে গতকাল ১৫ই মার্চ দুপুরে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে এই পুকুর পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন। 
  মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আকরাম হোসেন, বর্তমান সভাপতি মোঃ মিজানুর রহমান শাহীনূর, সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুর রব, মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) মাওলানা মোঃ নবীনূর ও স্থানীয় ইউপি সদস্য সিরাজ শেখ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তাগণ, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ২শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। 
  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বলেন, একসময় মাছের উৎপাদন অনেক কমে গিয়েছিল। কিন্তু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী উদ্যোগের ফলে এখন মাছের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে সারা বিশে^র মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে। এ জন্য আমরা ডাল-ভাতের পরিবর্তে মাছে-ভাতে বাঙালী হিসেবে পরিচিত হচ্ছি। এছাড়াও তিনি সঠিকভাবে স্বচ্ছতার সাথে পুকুরটির পুনঃখনন কাজ করাসহ বিভিন্ন প্রকল্পের আওতায় বরাদ্দপ্রাপ্ত প্রতিটি পুকুরের পুনঃখনন কাজ সম্পন্ন করার জন্য জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালের প্রতি আহ্বান জানান। 
  জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, আগে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নদী পুনঃ খননের উপর বেশী গুরুত্ব দিতাম। কিন্তু নদী খনন করলে সেই পানিটা শুধুমাত্র সেচের কাজে লাগে। মাছ চাষের কাজে লাগানো যায় না। এ জন্য আমরা পুকুর পুনঃ খননের উপর বেশী গুরুত্ব দিচ্ছি। এছাড়াও তিনি সঠিকভাবে ঘোরপালান এবতেদায়ী মাদ্রাসার পুকুর পুনঃ খননসহ বিভিন্ন প্রকল্পের আওতায় বরাদ্দপ্রাপ্ত প্রতিটি পুকুরের পুনঃখনন কাজ যথাযথভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন।
   আলোচনা পর্বের শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলীসহ অন্যান্য অতিথিরা দোয়া-মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পুকুরটির পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন করেন। 
  জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ১০ লক্ষ টাকা ব্যয়ে যন্ত্রের(ভেকু) সাহায্যে ৬ হাজার ৫০৯.৯১৩ ঘনমিটার মাটি উত্তোলনের মাধ্যমে ঘোরপালান এবতেদায়ী মাদ্রাসার পুকুরটি পুনঃখনন করা হবে।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ