ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী সদরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-১৮ ০৬:৪১:২৯

রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

  এ উপলক্ষে গতকাল ১৭ই মার্চ সকালে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

  এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়ানোর পর পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

  উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস, ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, অন্যান্যের মধ্যে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হাসান, সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক রাজু আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন। 

  এ সময় উপজেলা বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।     

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ