ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
গোয়ালন্দে ১০১ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৩-১৮ ০৬:৪২:০৬
রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৭ই মার্চ সকালে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দে ১০১ পাউন্ডের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়েছে। 

  গতকাল ১৭ই মার্চ সকালে গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্ত্বর মাঠে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে সুসজ্জিত মঞ্চে বিশাল এই কেকটি কাটা হয়। 

  এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

  এরআগে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। 

  শোভাযাত্রাটি জাতীয় ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ