ঢাকা বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ভার্চুয়াল আলোচনা সভা
  • পেনসিলভেনিয়া থেকে আবু সাইদ খান
  • ২০২১-০৩-২৮ ১৭:১৬:২৫
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের উদ্যোগে গত ২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের উদ্যোগে গত ২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  সভায় সভাপতিত্ব করেন পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া।

  পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন পাবনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সম্মানিত অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং উপদেষ্টা যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নুরুন নবী, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম শাজাহান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী এনাম দুলাল মিয়া এবং সদস্য আলাউদ্দিন জাহাঙ্গীর, অন্যান্যের মধ্যে পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আবদুল হাই মিয়া, উপদেষ্টা ড.আশীষ রায়, উপদেষ্টা শান্তিপদ দত্ত, সহ-সভাপতি মিজানুর রহমান, হারুন-উর রশীদ, এস জামান খান, বিপ্লব কুমার রায়, নাহিদ রেজা জনি সিকদার, ফিলাডেলফিয়া ট্রাই কান্ট্রি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজা বক্তব্য রাখেন।

  পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান শামীম, সেলিম রেজা, সদস্য মোজাহার উদ্দিন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান লিটন, পাবনা সমিতি আমেরিকা ইনকের সাধারণ সম্পাদক গোলাম ফারুক পান্না, সদস্য মঈনুজ্জামান মুক্তা, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি সাজ্জাদ প্রামানিক বাচ্চু, বাফেলো সিটি আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দীন, গ্রেটার পাবনা সমিতি পেনসিলভেনিয়ার সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মিয়া, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি রোটারিয়ান লোকমান হোসেন রাজু আলোচনায় অংশগ্রহণ করেন। 

  প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আহমেদ আহমেদ ফিরোজ কবির বলেন, বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোন বিকল্প নাই এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সাম্প্রদায়িক শক্তিকে সমূলে নির্মূল করতে হবে।

  সম্মানিত অতিথি ড. সিদ্দিকুর রহমান বলেন, জননেত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র মোকাবিলা করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করবে।

  প্রধান বক্তা আব্দুস সামাদ আজাদ বলেন, মৌলবাদ, জঙ্গিবাদের বিরোধী আইন জাতীয় সংসদে পাশ করিয়ে বঙ্গবন্ধুর বাংলাদেশ থেকে তাদেরকে চিরতরে নির্মূল করতে হবে।

রাজবাড়ী জেলাবাসীর প্রতি ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের আহবান-
পবিত্র হজ্ব পালনে সস্ত্রীক মক্কায় অবস্থান করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা সোলায়মান আলী
সোলায়মান আলী যুক্তরাষ্ট্র আ’লীগের সহ-সভাপতি নির্বাচিত
সর্বশেষ সংবাদ