দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আর করোনা ভাইরাস মোকাবেলায় অন্যতম সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে দেশের সাড়ে ৫হাজারের অধিক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। রাজবাড়ীতেও ৩জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত।
এ পরিস্থিতিতে রাজবাড়ী জেলার পুলিশ সদস্যদের করোনা ভাইরাস মোকাবেলায় সুরক্ষার জন্য ঢাকাস্থ পারলীন গ্রুপের চেয়ারম্যান ও রাজবাড়ীর কৃতি সন্তান রুহুল পারভেজের পক্ষ থেকে ৮৭৩ পিস পিপিই প্রদান করা হয়েছে।
গত ৩রা জুন দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার এর কাছে পিপিইগুলো হস্তান্তর করেন পারলীন গ্রুপের সিইও মুরাদ হাসান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ সালাহ উদ্দিন ও সমাজসেবক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পিপিই গ্রহনকালে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, চলমান করোনাযুদ্ধে মাঠ পর্যায়ের প্রধান অগ্রসেনানী বাংলাদেশ পুলিশ। এ কারণে অনেক ঘাত-প্রতিঘাত সবার আগে পুলিশকে মোকাবিলা করতে হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনীকে সহযোগিতা করায় পারলীন গ্রুপকে ধন্যবাদ জানান।