ভারতে করোনায় সবচেয়ে সংক্রমিত রাজ্য মহারাষ্ট্রে গতকাল শনিবার সপ্তাহান্তে লকডাউন জারি করা হয়েছে।
রাজ্যটিতে করোনার সংক্রমণ তীব্র রূপ নেয়ায় এবং টিকায় ঘাটতি থাকার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ এই লকডাউন জারি করল।
ভারতে মার্চ মাসের শেষ দিক থেকেই প্রতিদিন এক লাখেরও বেশি লোক করোনায় সংক্রমিত হচ্ছে। এ অবস্থায় অনেক রাজ্যই করোনা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিচ্ছে। মহারাষ্ট্র ও এর রাজধানী মুম্বাইয়ে রেষ্টুরেন্টসমূহ বন্ধ এবং ৫জনের বেশি লোক একত্রে জড়ো হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাজ্যের সাড়ে ১২ কোটি লোককে এপ্রিলের শেষ নাগাত শনিবার থেকে প্রতি সপ্তাহান্তে লকডাউনে থাকতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে পারবে না।
এছাড়া ছত্তিশগড়ের রায়পুর জেলাতেও ১০দিনের লকডাউন জারি করা হয়েছে।
এদিকে ভারতের ১৩০ কোটি জনসংখ্যার বিপরীতে এ পর্যন্ত মাত্র ৯ কোটি ৪০ লাখ ডোজ করোনার টিকা সরবরাহ সম্ভব হয়েছে।
মেগাসিটি মুম্বাইয়ে গত বৃহস্পতিবার ৭১টি বেসরকারী হাসপাতালের মধ্যে ২৫টিতে টিকা সরবরাহে ঘাটতি ছিল।
বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিউটের সিইও টিকা উৎপাদন বিষয়ে খুব চাপের মধ্যে রয়েছে বলে সতর্ক করেন।