ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
রাজবাড়ী শহরের সজ্জনকান্দা থেকে হেরোইনসহ তিন মামলার আসামী আমিরুল গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৪-২০ ১৪:৫০:০৭

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা থেকে ৫৩ পুরিয়া হেরোইনসহ ৩টি মামলার আসামী মাদক বিক্রেতা আমিরুল মিয়া (২৬)কে গত ১৯ই এপ্রিল সন্ধ্যায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। 

  গ্রেফতারকৃত আমিরুল সদর উপজেলার বড় মুরালীপুর এলাকার পান্নু মিয়ার ছেলে। 

  রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, রামকান্তপুর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী, খুন-ডাকাতি-অস্ত্রসহ ডজন খানেক মামলার আসামী পিয়ারুলের ঘনিষ্ঠ সহযোগি এবং হত্যাসহ তিন মামলার আসামী আমিরুলকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৫৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

 রাজবাড়ীর নতুন ডিআইও ওয়ান সাকের আহমেদ
 মহান বিজয় দিবসে পুলিশ সুপারের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ