ঢাকা বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
র‌্যাবের অভিযানে রাজবাড়ী সদরের ঢালা রাজাপুর থেকে গাঁজাসহ বিক্রেতা টিপু সুলতান গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৪-২৯ ১৫:০৫:০৮
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ২৯শে এপ্রিল রাজবাড়ী সদর উপজেলার ঢালা রাজাপুর থেকে ৩শত ৪০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা টিপু সুলতানকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ২৯শে এপ্রিল দুপুরে রাজবাড়ী সদর উপজেলার ঢালা রাজাপুর এলাকাতে অভিযান চালিয়ে ৩শত ৪০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা টিপু সুলতান (৪৫)কে গ্রেফতার করেছে।

  গ্রেফতারকৃত টিপু সুলতান রাজবাড়ী সদর উপজেলার ঢালা রাজাপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। 

  র‌্যাব-৮ সিপিবি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার(ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার ঢালা রাজাপুর এলাকাতে অভিযান চালিয়ে টিপুকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩শত ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

  এ বিষয়ে র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে
হিসাব রক্ষক সমিতির ১৫ সদস্য বিশিষ্ট ঢাকা বিভাগের আঞ্চলিক কমিটি গঠন
চীফ লিগ্যাল এইড অফিসারের পদ সৃষ্টি
সর্বশেষ সংবাদ