ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাজবাড়ীতে পুলিশের অভিযানে ফেন্সিডিল উদ্ধারসহ বিভিন্ন মামলার আসামী গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-০৮ ১৪:৫৯:১৮

রাজবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ বিভিন্ন মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। 

  রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত ৬ ও ৭ই মে থানা পুলিশের একাধিক টিম সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সাদ্দাম মন্ডল (২৫)কে গ্রেফতার করা হয়। সাদ্দাম সদর উপজেলার আলাদিপুর গ্রামের মৃত মাইনউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।  

  এছাড়াও রাজবাড়ী থানার মামলা নং-১৫(১০)২০২০ এর আসামী কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলাচারা গ্রামের মৃত আমোদ আলীর ছেলে মোঃ হাসান ওরফে আছান আলী(৫৮), চৌড়হাস গ্রামের মৃত তছির মন্ডলের ছেলে শহিদুল ইসলাম পিন্টু(৫৮), থানার অপর মামলা নং-১০(০৪)২১ এর আসামী রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর গ্রামের বালাম শেখের ছেলে আছলাম শেখ(৩১), জিআর মামলা নং-১৩০/২০২০ এর আসামী নাঈম শিকদার(১৭), জিআর মামলা নং-৩১/২০১৫ এর আসামী দিপক কুমার দে(৩১) এবং সিআর মামলা নং-৪৬১/২০১৬ এর আসামী মোঃ বিপ্লব মোল্লাকে গ্রেফতার করে গতকাল শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 রাজবাড়ীর নতুন ডিআইও ওয়ান সাকের আহমেদ
 মহান বিজয় দিবসে পুলিশ সুপারের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ