ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফ শেখ গ্রেপ্তার
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৫-১৮ ১৫:০৯:১২
রাজবাড়ী থানার পুলিশ গত ১৭ই মে বিকালে অভিযান চালিয়ে কুটিরহাট বাজার এলাকা থেকে ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফ শেখকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী থানার পুলিশ গত ১৭ই মে বিকালে অভিযান চালিয়ে কুটিরহাট বাজার এলাকা থেকে হত্যা চেষ্টা মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফ শেখ (৩৫)কে গ্রেফতার করেছে। 

  গ্রেফতারকৃত আরিফ রাজবাড়ী সদর উপজেলার রূপপুর গ্রামের খালেক শেখের ছেলে। 

  রাজবাড়ী সদর থানার এস.আই হিরণ কুমার বিশ্বাস জানান, রাজবাড়ীর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হত্যা চেষ্টা মামালার রায়ে গত ২৮শে জানুয়ারী আরিফকে ১বছরের কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। রায় ষোষণার পর থেকে মামলার আসামী আরিফ পলাতক ছিলো। 

  গোপন সংবাদের ভিত্তিতে কুটিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে আরিফ শেখ গত ১৫/১১/২০০৯ইং তারিখে রাজবাড়ী কুটির হাট বাজারের পশ্চিম পাশ্বে হত্যার উদ্দেশ্য রাস্তা গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে গৌরীপুর গ্রামের মইজ উদ্দিন মন্ডল ছেলে বেলায়েত মন্ডলকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় রাজবাড়ী থানায় মামলা দায়ের হয়।

 রাজবাড়ীর নতুন ডিআইও ওয়ান সাকের আহমেদ
 মহান বিজয় দিবসে পুলিশ সুপারের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ