ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পাংশায় সড়ক দুর্ঘটনায় ডাক্তার জয়ের মৃত্যু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-৩১ ১৫:০২:৫৯

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জয় সনো ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাঃ রাকিব আহসান জয়(৪৮) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানী ঢাকার এভার গ্রীন হাসপাতালে গতকাল ৩১শে মে বিকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

  জানা যায়, জানা গেছে গত শুক্রবার সন্ধ্যার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার মৈশালা মোড় এলাকায় পাম্পের কাছে বেপরোয়া গতির অজ্ঞাত গাড়ি চাপা দিলে তার মোটর সাইকেলকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে স্থানান্তর করা হয়। ফরিদপুরে হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার আরো অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার এভার গ্রীন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

  রাকিব আহসান জয় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের  ফকীর আব্দুর রাজ্জাকের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

  আজ মঙ্গলবার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ