ঢাকা শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
দৌলতদিয়ায় সড়কে অবৈধ বালুর ব্যবসা ভ্রাম্যমান আদালতে ২জনের জরিমানা
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৬-০৯ ১৪:৪০:৪৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরী ঘাটে এলাকায় সড়কের উপরে বালুর স্তুপ করে জুড়ে ট্রাকে বালু লোড আনলোড করায় যানবাহন চলাচলের ব্যাঘাত ঘটার কারণে ২জন বালুর মালিক মোঃ শহিদুল ইসলাম ও মোঃ সোহেলকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। 

  গতকাল ৯ই জুন বিকালে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত ৭নং ফেরী ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। 

  এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘাটে বালু মালিকদের সড়কের উপরে যেন বালু লোড আনলোড না করার জন্য নিষেধ করেন। এমনকি দ্রুত সময়ের মধ্যে বালু ঘাট এলাকা থেকে সরিয়ে নিতে বলেন। কিন্তু বালু মহল ব্যবসায়ীরা আইনকে অমান্য করে বালু বিক্রি করে আসছিলো।

  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম বলেন, যদি বালু ব্যবসায়ীরা দ্রুত সময়ের মধ্যে দৌলতদিয়া ঘাট থেকে বালু সরিয়ে না নিলে তাহলে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এবার সেই প্রভাষক শামীমাকে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষের শোকজ
পাংশায় জাটকা আহরণে বিরত থাকায় জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
বালিয়াকান্দিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সর্বশেষ সংবাদ