ঢাকা শনিবার, এপ্রিল ২০, ২০২৪
রাজবাড়ীতে ২৪ ঘন্টায় নতুন ৭জনের দেহে করোনা শনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-০৯ ১৫:২৩:০৩

রাজবাড়ীতে ২৪ ঘন্টায় নতুন আরো ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

  এ জেলাতে ২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলায় প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। এরপর থেকে গতকাল ১০ই জুন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ হাজার ২২১ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৪১০০ জন। এছাড়াও মৃত্যুবরণ করেছে ৩৭ জন। 

  গতকাল ৯ই জুন দুপুরে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বিষয়টি নিশ্চিত করেন।

  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ৩১টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৬জন ও পাংশা উপজেলার ১জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। 

  এ জেলাতে মোট করোনা ভাইরাসে ৪ হাজার ২২১ জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২ হাজার ৩৭৯ জন, পাংশায় ৮৮৬ জন, কালুখালীতে ২৭১ জন, বালিয়াকান্দিতে ৩৫০ জন, গোয়ালন্দ উপজেলার ৩৩৫ জন। তার মধ্যে থেকে সুস্থ হয়েছে ৪ হাজার ১০০ জন। 

  এছাড়াও মৃত্যু হয়েছে ৩৭ জনের। সদর উপজেলার ২১ জন, পাংশায় ৯জন, কালুখালীতে ৩জন, বালিয়াকান্দিতে ২জন, গোয়ালন্দ উপজেলার ২জন। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি আছে ২জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৮২ জন। 

রাজবাড়ীতে নবম বাংলা উৎসবের দ্বিতীয় দিনে গুণীজন সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ
রাজবাড়ী পুলিশের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
রাজবাড়ীর অন্তার মোড়ে পদ্মা নদীতে গোসল করতে ডিপ্লোমা শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ সংবাদ