ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
বালিয়াকান্দিতে মৎস্য দপ্তরের আরডি ও এফএফদের ২দিনের প্রশিক্ষণ সমাপ্ত
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৬-১৬ ১৫:২৫:২৪
বালিয়াকান্দিতে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ১৬ই জুন দুই দিনব্যাপী আরডি ও এফএফদের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ১ম ধাপে দুই দিনব্যাপী আরডি ও এফএফদের প্রশিক্ষণ গতকাল ১৬ই জুন সমাপ্ত হয়েছে।

  উপজেলা পরিষদের সভাকক্ষে মুজিববর্ষ উপলক্ষে ২০২০-২০২১ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প(২য় পর্যায়) এর আওতায় মনোসেক্স তেলাপিয়া, গুলশা-পাবদা ও শিং-মাগুর চাষ ব্যবস্থাপনা বিষয়ক উপর আরডি ও এফএফদের এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।

  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-প্রকল্প পরিচালক অজিত কুমার পাল।

  এ সময় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃ দাঃ) আব্দুল মান্নাফ, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল হক, এনএটিপি-২ প্রকল্পের ক্ষেত্র সহকারী মোঃ রাউফুর মোরসালিন, ইতি খাতুন ও মোঃ রমজানুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

  গত ১৫ই জুন শুরু হওয়া প্রশিক্ষণে প্রদর্শনী খামারের ৩জন আরডি ও ১৫ জন এফএফসহ মোট ১৮ জন দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ গ্রহণ করেন। 

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ