ভারতে প্রথম সনাক্ত হওয়া করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট বর্তমানে বিশ্বব্যাপী ব্যাপক দাপট দেখাচ্ছে।
গত শুক্রবার এক ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌমিয়া স্বামিনাথান এ কথা বলেন। বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।
সৌমিয়া স্বামিনাথান বলেন, কোভিডের ‘ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত গতিতে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় বর্তমানে বিশ্বব্যাপী এ ভ্যারিয়েন্টের দাপট লক্ষ্য করা যাচ্ছে।’
এর আগে, স্পুটনিক-৫ এর প্রস্তুতকারকরা জানান যে রাশিয়ার এ ভ্যাকসিন ভারতীয় এ ভ্যারিয়েন্ট প্রতিরোধে অধিকভাবে কার্যকর। আর এর ট্রায়ালের ফলাফল প্রকাশনার জন্য ইতোমধ্যে জমা দেয়া হয়েছে।