রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় র্যাপিড অ্যান্টিজেন্টের পরীক্ষার মাধ্যমে নতুন করে আরো ৫০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে গতকাল ২৬শে জুন পর্যন্ত রাজবাড়ীতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৯৫ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৪২৩৩ জন। এছাড়াও মৃত্যুবরণ করেছে ৪০ জন।
গতকাল ২৬শে জুন বিকালে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বিষয়টি নিশ্চিত করেছে।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘন্টায় র্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫০ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। তার মধ্যে রাজবাড়ী সদরের ২০ জন, গোয়ালন্দে ২২ জন, পাংশায় ৭জন ও কালুখালী উপজেলার ১জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় নমুনা পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৩৫.৪৬ %।
এ জেলায় ২০২০ সালের ৭ই এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৪ হাজার ৭ শত ৯৫ জন । তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২ হাজার ৬ শত ৭১ জন, পাংশায় ১ হাজার ১জন, কালুখালীতে ২ শত ৯১জন, বালিয়াকান্দিতে ৩ শত ৫৭ জন ও গোয়ালন্দ উপজেলার ৪ শত ৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৪২৩৩ জন।
একই সময়ে মৃত্যু হয়েছে ৪০ জনের। সদর উপজেলার ২৩ জন, পাংশায় ১০জন, কালুখালীতে ৩জন, বালিয়াকান্দিতে ২জন ও গোয়ালন্দ উপজেলার ২জন।
করোনায় আক্রান্ত রোগীদের বর্তমানে মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৪৯৭ জন। হাসপাতালে ভর্তি আছে ২৬ জন।