ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
রাজবাড়ী বাজারে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন পৌরসভার মেয়র তিতু
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২১-০৬-২৬ ১৫:০৬:৫৫
রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু গতকাল ২৬শে জুন বাজার পরির্দশনকালে সাধারণ মানুষের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু গতকাল ২৬শে জুন দুপুরে রাজবাড়ী বাজার পরির্দশনকালে সাধারণ মানুষের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী হ্যান্ড স্যানিটাইজ, মাস্ক ও সাবান বিতরণ করেন।

  এ সময় তিনি নিজে যাদের মুখে মাস্ক নাই তাদেরকে মাস্ক পড়িয়ে দেন এবং সাবান-হ্যান্ড স্যানিটাইজার তাদের হতে তুলে দেন।

  মেয়র আলমগীর শেখ তিতু বলেন গত বছর থেকে আজ পর্যন্ত করোনা মহামারীতে আক্রান্ত হয়ে আমাদের মাঝে থেকে যে সকল মানুষ মারা গিয়েছে তাদের আত্মার জন্য মাগফিরাত কামনা এবং তাদের পরিবারে প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি।

  তিনি আরো বলেন, আজও পর্যন্ত আমারা যারা সুস্থ আছি আসুন আমরা সকলে করোনাকালীন সরকারী নিদের্শনা সঠিক ভাবে মেনে চলি, মুখে মাস্ক পড়ি, নিজে সুস্থ্য থাকি ও পরিবারের সবাইকে সুস্থ্য রাখি। যারা অসুস্থ্য আছেন ডাক্তার পরামর্শ অনুযায়ী চলি। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হই। 

  তিনি বলেন, পৌরসভার পক্ষে থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বির্তরণ কর্মসূচি করোনা কালিন সময়ে অব্যাহত থাকবে।

রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ