ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত ২৭শে জুন সকালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে রাজবাড়ী জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।
সংগঠনের সভাপতি আঃ ওহাব সরদার বলেন, বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান চলাচল করতে পারবে না, এগুলো বন্ধ করা হয়েছে। সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলাতেও ১৫-১৬ হাজার রিক্সা-ভ্যান চলাচল করে। এর উপর নির্ভরশীল প্রায় লক্ষাধিক মানুষ। এ যানবাহন গুলো বন্ধ হয়ে গেলে এই মানুষ গুলো কর্মহীন হয়ে অনাহারে অর্ধাহারে তাদের দিন কাটবে। শুধু রিক্সা-ভ্যান চালকই নয়, এই শিল্পের সাথে জড়িত অনেকেই বেকার হয়ে যাবে। প্রয়োজনে রিক্সা-ভ্যান গুলোতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ও চালকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করার কাজ আমরা করবো। এই খেটে খাওয়া মানুষ গুলোর কথা বিবেচনা করে এ রকম সিদ্ধান্ত পরিহারের জোর দাবি জানাচ্ছি।