ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
গোয়ালন্দে ডিবির অভিযানে হেরোইনসহ হিজরা গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-৩০ ১৪:৫৬:৫৪
রাজবাড়ী ডিবি’র একটি দল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডলের পাড়ার থেকে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ তৃতীয় লিঙ্গের হিজরা আকাশ মন্ডলকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডলের পাড়ার মোজাম্মেল হকের বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ তৃতীয় লিঙ্গের আকাশ মন্ডল (২৫)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)। 
  গত ২৮শে জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আকাশ গোয়ালন্দ থানার উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডলের পাড়া গ্রামের মোক্তার মন্ডলের ছেলে। 
  রাজবাড়ী ডিবি ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিলন চন্দ্র বর্মন ও মোহাম্মদ মোজাম্মেল হক নেতৃত্বে দৌলতদিয়া সোহরাব মন্ডলের পাড়ার মোজাম্মেল হকের বাড়ির সামনে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ তৃতীয় লিঙ্গের আকাশ মন্ডল (২৫)কে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে  গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে  গত ২৯শে জুন আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

 

 রাজবাড়ীর নতুন ডিআইও ওয়ান সাকের আহমেদ
 মহান বিজয় দিবসে পুলিশ সুপারের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ