রাজবাড়ী জেলার গোয়ালন্দে করোনা পজিটিভ রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ গতকাল শনিবার র্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ৪৮ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তের হার ৭৩ শতাংশ।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নিতাই কুমার ঘোষ জানান, উপজেলায় আক্রান্ত করোনা রোগীদের মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১৭ জন এবং বাড়িতে আইসোলেশনে রয়েছেন ২১৩ জন।
এছাড়া আরোগ্য লাভ করেছেন ৩৭৮ জন। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৩৩৪ জন। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৬৩১ জন। মারা গেছেন ২জন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ জানান, বর্তমান করোনা রোগী ৭৩ শতাংশ। গোয়ালন্দ উপজেলার করোনা পরিস্থিতি আগের যে কোন সময়ের চেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে তিনি সরকার ঘোষিত লকডাউন মেনে চলা, স্বাস্থ্যবিধি পুরোপুরি অনুসরণ করা এবং মাস্ক ব্যবহারের প্রতি সকলকে আরো যত্নশীল হওয়ার উপর গুরুত্বারোপ করেন।