করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে লকডাউনের ৬ষ্ঠ দিনে গতকাল ৬ই জুলাই বিকালে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রাজবাড়ী শহরের বড়পুল, সজ্জনকান্দা, হাসপাতাল সড়ক, রেলগেট মোড়, রাজবাড়ী বাজারসহ কয়েকটি স্পটে অভিযান পরিচালনা করে। এ সময় সরকারী আদেশ অমান্য করায় এবং স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় ৩টি মামলায় ৩হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও ভ্রাম্যমান আদালত জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার জন্য নির্দেশনা প্রদান করে।