ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
রাজবাড়ীতে লকডাউনে অসহায় মানুষের পাশে সংসদ সদস্য রুমা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৭-০৮ ১৫:৩৪:৪০

জাতীয় সংসদের ৩৩৪ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা’র ব্যক্তিগত উদ্যোগে গত ৬ই জুলাই করোনা ভাইরাসের বিস্তার রোধে লকডাউনের কারণে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ও চন্দনী ইউনিয়নের বিভিন্ন স্থানে এবং তার নিজ বাসভবন থেকে প্রায় ১০০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ১ কেজি পোলাও’র চাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট দুধ, ১ প্যাকেট সেমাই, ১লিটার তেল, ২কেজি ডাল ও ২ কেজি আলু। সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা জানান, লকডাউনের কারণে অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে তার ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের রাজবাড়ী জেলা সদর হাসাপাতালে সুচিকিৎসার জন্য সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছেন। তিনি বলেন, হাসপাতালের অক্সিজেন প্লান্ট চালুকরণ, জনবল সংকটসহ অন্যান্য সমস্যা নিয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলবেন।     

পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী সুফল মাহমুদ
করোনা রোগীর সেবায় ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও  প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিলেন এমপি রুমা চৌধুরী
রাজবাড়ীতে করোনা রোগীর চিকিৎসায় হাসপাতালের জনবল সংকট সমাধান করলেন কাজী ইরাদত আলী
সর্বশেষ সংবাদ