বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকার কারণে গতকাল ১২ই জুন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১ঘন্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিএ’র আরিচা অঞ্চলের টি.আই আফতাব উদ্দিন জানান, ‘বৈরী আবহাওয়ার কারণে ঝুঁকি এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চ চলাচল ১ঘন্টা বন্ধ রাখা হয়। আবহাওয়া অনুকূলে আসার পর ফের লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।’
১ঘন্টা লঞ্চ চলাচল বন্ধ থাকার সময় দৌলতদিয়া ঘাটে লঞ্চ যাত্রীদের কিছুটা ভিড় হয়। এ সময় অনেককে লঞ্চ চালুর প্রতীক্ষায় থাকতে দেখা যায়, আবার অনেকে ফেরীতে নদী পার হয়।