করোনার কারণে দীর্ঘ দেড় বছর রাজবাড়ী শিশু পার্ক বন্ধ থাকায় লোকসানের মুখে পড়েছে পার্কের ইজারাদার। প্রতিমাসেই তার গুনতে হচ্ছে লোকসান। পাশাপাশি বিকল হতে বসেছে পার্কের সকল ধরণের সামগ্রী ও পরিবেশ।
রাজবাড়ী শহরের শিশুদের একমাত্র বিনোদন কেন্দ্র শিশু পার্কটি পৌরসভার ৪নং ওয়ার্ডের ৩নম্বর বেড়াডাঙ্গা অবস্থিত।
এলাকার বাসিন্দা মোঃ শাওন বলেন, আমারা যারা বাচ্চাদের নিয়ে শিশু পার্কে ঘুরতে আসতাম কিন্তু লকডাউনের কারণে শিশুদের নিয়ে শিশু পার্কে আসতে পারছি না। করোনার কারণে শিশু পার্ক ও স্কুল-কলেজ বন্ধ থাকার কারণে সবাই শিশুরা ঘরমুখি হয়ে পড়েছে। তারা মোবাইল ফোনের গেমস খেলায় আসক্ত হয়ে পড়ছে। এদিকে শিশু পার্কটি বন্ধ থাকার কারণে শিশু পার্কের সৌন্দর্য্য হারিয়ে যাচ্ছে।
শিশু পার্কের ইজারাদার মোস্তাফিজুর রহমান প্লাবন বলেন, এই পার্কটি গত বছর করোনা শুরু আগে ইজারা নেই। এর কিছু দিন পরেই করোনা মহামারির কারণে বন্ধ হয়ে যায় পার্কটি। এখন এই পার্কে নেই কোমলমতি শিশুদের পদাচারণা ও ঘুরতে আশা বিনোদন পিয়াসী মানুষের অনাগোনা। এতে করে নষ্ট হয়ে যাচ্ছে শিশু পার্কের তৈরি করা বিভিন্ন সামগ্রী। যেমন- রেলগাড়ী, নাগরদৌলাসহ বিভিন্ন খেলাধুলা করার সামগ্রী। আর এতে করে আমি আর্থিকভাবে ক্ষতির মুখে পরেছি। আর এ পার্কের কাজের সাথে জড়িত রয়েছে ১০ জন। এখান থেকে যদি কোন অর্থ না পাই তাহলে কেমনে তাদের বেতন দিবো। তারাও এক প্রকার ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছে।