বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৫ই জুন দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ব্যতিক্রমী প্যাডেল বেসিনের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার(ভূমি) আবু দারদা, বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।