ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মসূচী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-১৪ ১৪:৪৫:৪৪

আজ ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি পালন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে। যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 

  কর্মসূচি তার মধ্যে রয়েছে- ৯ই থেকে ১২ই আগস্ট জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও আবৃত্তি প্রতিযোগিতা, এরপর ১২ থেকে ১৫ই আগস্ট  সকল শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় শোক দিবসের পোস্টার স্থাপন ও গৃহীত বিভিন্ন কর্মসূচি প্রচারের ব্যবস্থা গ্রহণ, ১৩ থেকে ১৪ই আগস্ট অনলাইনভিত্তিক বঙ্গবন্ধুর স্মারক বক্তৃতামালা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর উপর আলোকচিত্র ও চারুকলা প্রদর্শনীর, ১০ থেকে ১৪ই আগস্ট ভান্ডারিয়া ছিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাতবরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১শত বার কোরআনখানী, এছাড়াও আজ ১৫ই আগস্ট শোক দিবসের দিনে সূর্যোদয়ের সাথে সাথে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ৯টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। বেলা সাড়ে ১১টায় অফিসার্স ক্লাবে মুজিববর্ষ উপলক্ষে অসহায় মানুষের মাঝে ভ্যান বিতরণ করা হবে, এরপর বাদ আছর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় ও সকল মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা সভা ও মিলাদ মাহফিল ও সকল মন্দির-গির্জায় প্রার্থনা, একই দিনে দুপুর ২টায় এতিমখানায় ও সরকারী শিশু পরিবারের শিশুদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। 

  এছাড়াও সুবিধামতো ভার্চুয়ালি সরকারী-বেসরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, বঙ্গবন্ধুর নামে কবিতা পাঠ, রচনা ও চিত্রাস্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত ও দোয়া মাহফিল আয়োজন করবে। এ ছাড়াও ১৪ থেকে ১৬ই আগস্ট জেলার গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র প্রদর্শনী।

মহান বিজয় দিবসে জেলা প্রশাসকের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসকের বাণী
রাজবাড়ীতে কোন চাঁদাবাজি হবে না॥কাউকেই করতেও দিবো না------জেলা প্রশাসক
সর্বশেষ সংবাদ