ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
রাজবাড়ীর নতুন বাজার থেকে ২ কেজি গাঁজাসহ নারী হোটেল কর্মচারী গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-০৬ ১৪:৫৬:০৮
রাজবাড়ী থানা পুলিশের একটি দল গত ৫ই সেপ্টেম্বর রাতে শহরের নতুন বাজার থেকে ২ কেজি গাঁজাসহ হোটেল কর্মচারী সুফিয়া আক্তার নদীকে গ্রেপ্তার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী থানা পুলিশের একটি দল গত ৫ই সেপ্টেম্বর রাত ৯টার দিকে শহরের নতুন বাজার থেকে ২ কেজি গাঁজাসহ সুফিয়া আক্তার নদী(২৮) নামে এক নারী হোটেল কর্মচারীকে গ্রেপ্তার করেছে। 

  গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুফিয়া আক্তার নদী রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের কামাল শেখের মেয়ে। 

  এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৬ই সেপ্টেম্বর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

   রাজবাড়ী থানা পুলিশের হেফাজতে থাকাকালে সুফিয়া আক্তার নদী জানায়, স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর সে তার ৮ বছর বয়সী মেয়েকে নিয়ে বাবার বাড়ীতে চলে আসে। পরবর্তীতে হোটেলে কাজ করার পাশাপাশি লোভে পড়ে সে গাঁজার ব্যবসায় লিপ্ত হয়। 

রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার  পর ব্যাটারী চালিত অটোর পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ