রাজবাড়ীর গোয়ালন্দে ১৫ জন ক্ষুদে ফুটবল খেলোয়াড়কে বুট উপহার প্রদান করা হয়েছে।
গতকাল ১৯শে সেপ্টেম্বর বিকালে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে হাতে বুটগুলো তুলে দেয়া হয়। গোয়ালন্দের আমেরিকা প্রবাসী রুহুল আমিন এই বুট কেনায় আর্থিক সহায়তা করেন।
বুট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হক। গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও প্রধান প্রশিক্ষক সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইউনুস হোসেন মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরানুর রহমান সজল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।