রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়া অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৬শে সেপ্টেম্বর ভোর রাতে দৌলতদিয়ার চরকর্নেশন এলাকায় মানিকগঞ্জের গোবিন্দ হালদার নামে এক জেলের জালে ৩৭ কেজি ওজনের ১টি বাগাইড় মাছ ধরা পড়ে। সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসার পর নিলামে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৮ হাজার ১০০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।
জেলে গোবিন্দ হালদার বলেন, প্রতিদিনের মতো গতরাতেও পদ্মায় জাল ফেলে মাছ ধরতে যাই। ভোর রাতে জালে বিশালাকৃতির বাগাইড় মাছটি ধরা পড়ে। ভালো দামে মাছটি ভালো বিক্রি করতে পেরে ভালো লাগছে। এখন কিছুদিন আমার সংসারটা ভালোভাবে চলবে।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মার এমন বড় মাছের অনেক চাহিদা রয়েছে। কিছুটা লাভে মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি।