ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
দৌলতদিয়ায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালন
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৯-৩০ ১৪:২৭:২৭
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার মুক্তি মহিলা সমিতি এর আলো প্রোগ্রামের উদ্যোগে গতকাল ৩০শে সেপ্টেম্বর বিকালে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয় -মাতৃকন্ঠ।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর আলো প্রোগ্রামের উদ্যোগে গতকাল ৩০শে সেপ্টেম্বর বিকালে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। 
   এ উপলক্ষে অবহেলিত কন্যা শিশুদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, নাটক ও ফুটবল খেলার আয়োজন করা হয়। পতিতাপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির কার্যালয় প্রাঙ্গণ থেকে প্রথমে শোভাযাত্রা বের হয়ে দৌলতদিয়া মডেল হাই স্কুলের মাঠে গিয়ে শেষ হয়। এরপর সেখানে মুক্তি মহিলা সমিতির সভানেত্রী মর্জিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোঃ মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, জেলা পরিষদের সদস্য নুরজাহান বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মনজু প্রমুখ উপস্থিত ছিলেন। 

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ