ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
ভোক্তা অধিদপ্তরের অভিযানে বালিয়াকান্দির এইচ.এম.এম ফুড প্রোডাক্টসকে জরিমানা
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৯-৩০ ১৪:৩৫:৪৯

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর ঘিকমলা এলাকায় অবস্থিত এইচ.এম.এম ফুড প্রোডাক্টস্ কারখানাকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও প্যাকেটজাত করার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
   গতকাল ৩০শে সেপ্টেম্বর দুপুরে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়। 
   মোঃ শরীফুল ইসলাম জানান, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও প্যাকেটজাত করার দায়ে এইচ.এম.এম ফুড প্রোডাক্টস্ নামের কারখানাটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানাসহ ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। 

 

রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ