রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর ঘিকমলা এলাকায় অবস্থিত এইচ.এম.এম ফুড প্রোডাক্টস্ কারখানাকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও প্যাকেটজাত করার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ৩০শে সেপ্টেম্বর দুপুরে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।
মোঃ শরীফুল ইসলাম জানান, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও প্যাকেটজাত করার দায়ে এইচ.এম.এম ফুড প্রোডাক্টস্ নামের কারখানাটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানাসহ ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।