ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
রাজবাড়ীর পদ্মায় পুলিশের অভিযানে ১৫ কেজি ইলিশসহ ৩সহোদর জেলে গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১০-২১ ১৪:২৪:০২
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে গতকাল ২১শে অক্টোবর ভোরে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে ৩ সহোদর জেলেকে গ্রেপ্তার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী থানা পুলিশের অভিযানে গতকাল ২১শে অক্টোবর ভোরে সদর উপজেলার পদ্মা নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে ৩ সহোদর জেলেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। 

  রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ইলিশ রক্ষা অভিযানে উক্ত জেলেদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়। 

  গ্রেপ্তারকৃত জেলেরা হলো-রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের নয়নসুখ গ্রামের মৃত কালাম প্রামানিকের ৩ ছেলে শামিম প্রামানিক(২২), লাল মিয়া প্রামানিক(৩৩) ও জাহিদুল প্রামানিক(৪০)। এছাড়াও উদ্ধারকৃত ইলিশ মাছ মাদ্রাসায় বিতরণ করা হয়। 

  উল্লেখ্য, প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত ৪ঠা অক্টোবর থেকে সারা দেশে ২২দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে, যা আগামী ২৫শে অক্টোবর সমাপ্ত হবে।

 রাজবাড়ীর নতুন ডিআইও ওয়ান সাকের আহমেদ
 মহান বিজয় দিবসে পুলিশ সুপারের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ